স্টার স্পোর্টসকে ধুয়ে দিলেন পিসিবি প্রেসিডেন্ট

https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »

ভারত-পাকিস্তানের বৈরিতা নতুন কিছু নয়। সবার কাছে এখন জলের মত পরিষ্কার দুই দেশের আন্তঃ সম্পর্ক নিয়ে। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ যেকোনো ইস্যুতে। আর সেই উত্তাপ রাজনীতি ছাড়িয়ে পড়ে ক্রিকেট অঙ্গনেও।

ক্রিকেটে ভারত-পাকিস্তান লরাই মানেই যেন বাড়তি উত্তেজনা, এবং দুই দেশের মধ্যে খোঁচা দেয়ার অন্যতম মাধ্যম। আর সেটা যখন হয় বিশ্বকাপের মত বড় মঞ্চের লড়াই তখন তো আর কথাই নেই।

বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এমন ঘটনার উপর নির্ভর করে ভারতীয় টিভি চ্যানেল তোইরি করে একটি বিজ্ঞাপন। যেখানে পাকিস্তানের পাশপাশি চরম অপমান করা হয়েছে বাংলাদেশকেও। এর দাঁতভাঙা জবাবটা অবশ্য পাকিস্তানও দিয়েছে আরও একটি বিজ্ঞাপন তৈরির মাধ্যমেই।

দুই দেশ এমন পাল্টাপাল্টি বিজ্ঞাপন তৈরি করায় যেন বিশ্বকাপে দুই দলের লড়াইয়ের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। আর এবার ভারতের এমন ঘৃণ্য কাজের জন্য স্টার স্পোর্টসকে এক হাত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান এহসান মানি। তিনি বলেন, ‘আমার মতে আইসিসির এদিকে নজর দেয়া উচিত। স্টার বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার, শুধুমাত্র ভারতের ব্রডকাস্টার নয়। সব দলের প্রতি নিরপেক্ষ থাকা উচিত তাদের। এটা (বিজ্ঞাপন) খেলার কোনো অংশ নয়।’

‘পাকিস্তানের দিক থেকে আপনারা বাড়তি কিছুই দেখবেন না। তারা সেখানে শুধুমাত্র ক্রিকেট খেলতে গিয়েছে। সেখানে আমাদের কোনো অঙ্গভঙ্গির প্রয়োজন নেই। ক্রিকেটকে আমি সবসময় মঙ্গলময় এবং পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবেই দেখি। আমাদের এটাকে এভাবেই দেখা উচিত। এটা খেলা। এতা ভদ্রলোকের খেলা, এটাকে এভাবেই রাখা উচিত।’

উল্লেখ্য, রবিবার ১৬ জুন হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »