স্টার্কের নৈপুণ্যে অজিদের বড় জয়

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের ৩৭তম ম্যাচে নিউজিল্যান্ডকে বড় হারের স্বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। কেন উইলিয়ামসনের দলকে অজিরা হারিয়েছে ৮৬ রানের বড় ব্যবধানে।

অস্ট্রেলয়ার দেয়া ২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানে ফিরে যান ওপেনার হেনরি নিকোলাস। থিতু হয়েও বড় স্কোর গড়তে ব্যর্থ হন আরেক ওপেনার মার্টিন গাপটিল। দলের ত্রাতা হয়ে আবারও আবির্ভূত হন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫১ বলে ৪০ রান করে স্টার্কের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির কাছে ক্যাচ দিয়ে ফিরেন উইলিয়ামসনও। রস টেলর কিছুটা প্রতিরোধ গড়তে চাইলেও ব্যর্থ হন তিনি। দলের বাকি ব্যাটসম্যানরা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায় কিউইরা।

অজিদের হয়ে বল হাতে মিচেল স্টার্ক একাই নেন ৫টি উইকেট। এছাড়া বেহারেনড্রফ ২টি, কামিন্স, লায়ন, স্মিথ নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরু থেকেই বোলিং তোপে পড়ে কিউইদের। দুই ওপেনার অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার কেউই থিতু হতে পারেননি। তিনে নামা উসমান খাজাকেও যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন স্মিথ, স্টয়নিস কিংবা ম্যাক্সওয়েলরা। দলীয় ৯২ রানে ৫ উইকেট হারানো অজিদের আলোর পথ দেখান খাজা ও ক্যারি। ব্যাট হাতে এদিন দুর্দান্ত ছিলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। খাজার সাথে ক্যারি মিলে গড়েন ১০৭ রানের অসাধারণ জুটি। ৭২ বলে ৭১ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলে উইলিয়ামসনের বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তবে ইনিংসের শেষ ওভার পর্যন্ত মাঠে ছিলেন খাজা। ১২৯ বলে ৮৮ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ইনিংসের শেষ ওভারে। খাজাকে আউট করার পর একই ওভারের পরের ২ বলে স্টার্ক এবং বেহারেনড্রকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন অভিজ্ঞ গতি তারকা ট্রেন্ট বোল্ট। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে অজিরা স্কোরবোর্ডে জড়ো করে ২৪৩ রানের মাঝারী সংগ্রহ।

বল হাতে এদিন কিউইদের হয়ে বোল্ট ৪টি, ফার্গুসেন ২টি, নিশাম ২টি এবং উইলিয়ামসন নেন ১টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »