নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে উদ্ভট চোট পাওয়ার পর বাঁ হাতের মাঝের আঙুলে ছয়টি সেলাই পড়েছে। তাই খেলা হয়নি দ্বিতীয় ম্যাচে। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক ছিটকে গেলেন তৃতীয় টি-টোয়েন্টি থেকেও।
মঙ্গলবার কলম্বোয় প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ইনিংসে বোলিং শুরু করেছিলেন স্টার্ক।
কিন্তু শুরুতেই বাঁহাতি বোলারের বোলিং হাতের আঙুল দুর্ঘটনাবশত কেটে যায় নিজের জুতোর তলার স্পাইকের আঘাতে। আহত হয়েও বাকি তিন ওভার বল করেন স্টার্ক এবং ২৬ রান খরচায় নেন ৩ উইকেট। তবে বুধবারের দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি। বাদ পড়লেন তৃতীয় ম্যাচ থেকেও।
২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্ট সামনে রেখে স্টার্ককে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। তার স্থলাভিষিক্ত হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা ঝাই রিচার্ডসনই থাকছেন সিরিজের শেষ ম্যাচে। ওয়ানডেতেও হয়তো দেখা যাবে তাকে।