নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড এর মধ্যকার ম্যাচ বৃষ্টির কারনে অমিমাংশিত থেকে শেষ হয়েছে। দুই দল প্রথমবারের মতো বিশ্বকাপ দিয়েই টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল।
এমন স্মরণীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টির বাধায় দুই দফায় ব্যাট করে ১০ ওভারের ম্যাচে কোন উইকেট না হারিয়ে ৯০ রান সংগ্রহ করে। তারপর বৃষ্টির কারনে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অমিমাংশিত থেকেই শেষ হয় ম্যাচ।
স্কটল্যান্ডের হয়ে জজ মানসি ৩১ বলে ২ ছয় ৪ চারে ৪১ ও মাইকেল জন্স ৩০ বলে ২ ছয় ও ৪ চারে ৪৫ রান করে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের হয়ে খরুচে বোলিং করেন আদিল রশিদ ও জর্ডান। জর্ডান ২ ওভারে ২৬ ও রশিদ ২ ওভারে ২৪ রান ব্যয় করেন। মার্ক উড ২ ওভারের ১, আর্চার ২ ওভারে ১২ ও মঈন আলী ২ ওভারে ১৫ রান ব্যয় করেন।
আজ রাত বিশ্বকাপের ৮ম ম্যাচে নিউ ইয়র্কে ভারত বনাম আয়ারল্যান্ড মুখোমুখি হবে।