স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিন ম্যাচ টি২০ সিরিজের ৩য় ম্যাচে স্কটল্যান্ডকে গতকাল রাতে ২৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে স্বাগতিক স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। ম্যাচে ৩৯ বলে ৬২ রানের ইনিংসের পাশাপশি বল হাতে ৩ উইকেট শিকার করে সেরা ক্রিকেটার হয়েছেন ক্যামেরণ গ্রীণ।

প্রথমে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাকমেলানের ৩৯ বলে ৫৬, মানসির ১৮ বলে ২৫ ও মার্ক ওয়াটের ১২ বলে ১৮ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে স্কটল্যান্ড। গ্রীণ ৩ উইকেট শিকার করেন। হার্ডি ও অ্যাবট ২টি করে উইকেট শিকার করেন।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ফ্রেশার শুণ্য, হেড ১২ রান করে ফিরলেও মার্শের ২৩ বলে ৬১, গ্রীণের ৩৯ বলে ৬২, ডেভিডের ১৪ বলে ২৫ ও হার্ডির ৬ বলে ১১ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ১৬.১ ওভারে ১৫৪ রান সংগ্রহ করে ৬ উইকেটের জয় তুলে নেয় সফরকারী অস্ট্রেলিয়া। ২ উইকেট শিকার করেন স্কটিশ বোলার ব্রাড কুরে।

ম্যাচে ৩৯ বলে ৬২ রানের ইনিংসের পাশাপশি বল হাতে ৩ উইকেট শিকার করে সেরা ক্রিকেটার হয়েছেন ক্যামেরণ গ্রীণ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »