নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে আফগানিস্তান। গুলবাদিন ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলার পর ১ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার গুলবাদিন নাইবের ৩০ বলে ৬ ছয় ও ৫ চারে ৬৯, ওমরজাইয়ের ৩৬ বলে ৪৮ ও রশিদ খানের ৭ বলে ১৫ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে আফগানিস্তান। ক্রিস সোল ৩ উইকেট শিকার করেন।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। ওপেনার মানসি ১৮ বলে ২৮ ও মার্ক ওয়াট ২৫ বলে ৩৪ রান করেন। মুজিব ও করিম জানাত ২টি করে উইকেট শিকার করেন। গুলবাদিন, ওমরজাই, নাভিন, রশিদ ও খারুতি ১টি করে উইকেট শিকার করেন।
আজ রাতে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে প্রস্তুতি ম্যাচ। আগামীকাল ভোরে আমেরিকা বনাম কানাডার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টি২০ বিশ্বকাপ ২০২৪।