নিউজ ডেস্ক »
তামিম ইকবাল বাংলাদেশের সবচেয়ে সফল একজন ব্যাটসম্যান। খেলেছেন বিশ্বে কয়েকটি টি-টুয়েন্টি লিগ। তবে সব চেয়ে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএলে) তার খেলার সুযোগ হয়নি একটা ম্যাচও৷ কিন্তু ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের দলে ডাক পেয়েছিলেন তিনি। যদিও ম্যাচ খেলার ভাগ্য হয়নি তামিমের৷
গত রাতে (১৬ই মে) ভারতের আরেক ওপেনার রোহিত শর্মার সাথে ফেসবুক লাইভ আড্ডায় মেতে উঠেন তামিম ইকবাল। আড্ডায় উঠে আসে আইপিএলের কথা৷ আর তামিম রোহিতকে শোনালেন তার আইপিএলের মজার এক অভিজ্ঞতা।
তামিম বলেন, ‘আমি ২০১২ সালে শুধুমাত্র একবার আইপিএল খেলার সুযোগ পেয়েছিলাম। সেবার এক মজার অভিজ্ঞতা হয়েছে আমার৷ আমি সুযোগ পেয়েছিলাম পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলার। তখন আমাদের অধিনায়ক ছিলেন দাদা( সৌরভ গাঙুলি)। তিনি আমাদের অনুশীলন শেষে টিম বাসে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, তিনি যাকে যাকে রাতে ফোন দিবেন সেই সেই ওই ম্যাচে খেলবে।’
কিন্তু তামিমের দূর্ভাগ্য তামিমের ফোনে কল আসেনি। আর তামিম অপেক্ষা করেছিলেন ১টা পর্যন্ত। তামিমের আরো বলেন, ‘আমি সেদিন রাতে দাদার ফোনের জন্য রাত ১টা অব্দি ফোনের অপেক্ষা করেছিলাম। কিন্তু আফসোস আমি সে রাতে কল পাইনি। আর পুরো সিজনে একটা কলও আসেনি তাই মাঠেও নামা হয়নি আমার।’
বাংলাদেশ সময়ঃ ১:২০ পিএম
নিউজক্রিকেট/আরআর