সৌম্য, লিটনের দিনে তারা এক হাতে ম্যাচ জেতাতে পারে: মিঠুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ম্যাচ জয়ে বড় অবদান রাখার ক্ষেত্রে দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ভরসা দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার।

প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে বেক্সিমকো ঢাকা। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। আর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে বেশ আত্মবিশ্বাসী রয়েছেন অধিনায়ক মিঠুন। ব্যাট হাতে চট্টগ্রাম অধিনায়কের মূল ভরসা দুই মারকুটে ওপেনার লিটন ও সৌম্য। তবে মিঠুন নির্দিষ্ট কোন ক্রিকেটারের উপর ভরসা করে মাঠে নামতে চান না। দল হিসেবে খেলে সাফল্য পেতে চান তিনি।

মিঠুন বলেন,“যেহেতু আমরা একটা দল, আমি একা কাউকে নিয়ে খুব বেশি আশাবাদী না। আমরা দলকে নিয়ে বেশি আশাবাদী। আমরা জানি লিটন এবং সৌম্যর সামর্থ্য কী। তাদের দিনে তারা একা হাতেই ম্যাচ জেতাতে পারে। সে সক্ষমতা তাদের আছে।”

এছাড়া তিনি আরও বলেন,“এই পর্যায়ে খেলতে এসে আমার মনে হয় না কোনো খেলোয়াড় গত দুই তিন ম্যাচে কী করলাম সেটি নিয়ে না পড়ে থাকে কিংবা পরের ম্যাচে কী হবে সেটা চিন্তা করে। সেটা উচিতও না। আপনি একটা ম্যাচ ভালো খেললে সবাই পেছনের সবকিছু সবাই ভুলে যায়। পেছনের কথা চিন্তা না করে নতুন টুর্নামেন্ট নতুন একটা সুযোগ সেভাবেই চিন্তা করা উচিত।”

আগামীকাল এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া চট্টগ্রাম দল ২৮ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনার বিপক্ষে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »