সৌম্য ঝড়ে বাংলাদেশের সামনে স্বর্ণপদক জয়ের হাতছানি!

সানিউজ্জামান সরল »

সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আসরের প্রথম ও দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে এরইমধ্যে যথাক্রমে ১০৯ রান ও ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

আর এই দুই জয়েই বাংলাদেশকে স্বর্ণ জয়ের পথটা সহজ করেছে। আর মাত্র একটি ধাপ পার করলেই স্বর্ণপদক জয়ের লড়াইয়ে নামার টিকিট পাবে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ভুটানের ইনিংস থামে মাত্র ৬৯ রানে। মূলত এক মানিক খানের বোলিং তোপেই ভুটানের ব্যাটিং লাইনআপ ধসে গেছে। ভুটানের দেওয়া ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জিতে যায় বাংলাদেশ।

এক সৌম্যই গুড়িয়ে দিয়েছে ভুটান বোলিং লাইনআপকে। মাত্র ২৮ বলে ভুটান বোলারদের তুলোধুনো করে তিনি তুলে নিয়েছেন অর্ধশত রান। ৫০* রানের এই ইনিংস সাজানো ছিলো ৫ চার ও ৩ ছক্কায়। তাছাড়া ১৩ বলে ১৬* রান করেছেন আরেক ওপেনার নাইম শেখ। আর এতেই ৭৯ বল হাতে রেখে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভুটান- ৬৯/৭ (২০)
মানিক ২/৯, তানভীর ১/১৩

বাংলাদেশ- ৭০/০০ (২০)
সৌম্য ৫৪*(২৮), নাইম ১৬* (১৩)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »