ক্রীড়া ডেস্ক »
ওপেনিং সংকটে অনেক দিন ধরেই ভুগছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এই ভোগান্তির মাত্রা বেড়েছে আরো৷ কোনোভাবেই মিলছে না এই সমস্যার সমাধান। এশিয়া কাপে বিজয় – নাঈমের ব্যর্থতার পরে মিরাজ সাব্বিরকে সুযোগ দেওয়া হয়। তারাও রীতিমতো ব্যর্থতার পরিচয় দেন।
বিশ্বকাপের মঞ্চে সুযোগ দেওয়া হয় সৌম্য – শান্তকে। অবশ্য তারা একদম খারাপ শুরু এনে দেননি৷ প্রথম ম্যাচে উদ্বোধনী জুটি থেকে আসে ৪৭ রান। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ২৬ রান।
তাহলে কি বহুল প্রতিক্ষার পরে কাঙ্খিত ওপেনিং জুটি পাওয়া গেছে? এমন প্রশ্নই ছিলো সাংবাদিক সম্মেলনে আসা শ্রীরাম শ্রীধরনের কাছে। শ্রীরাম বলেন, এটা সৌম্য ও শান্তর জন্য শেখার প্রক্রিয়া।
তিনি আরো বলেন, ‘ আমার মনে হয় সৌম্য – শান্ত বেশ ভালোই করেছে৷ প্রথম ম্যাচে ৪৭, দ্বিতীয় ম্যাচে ২৬ করেছে। আরো যত বেশি খেলবে তত বেশি অভিজ্ঞ হবে। একসঙ্গে যত বেশি খেলবে ভিন্ন জায়গায় ভিন্ন কন্ডিশনে। তত বেশি অভিজ্ঞতা হবে ভালো করবে। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ডিকক যেভাবে খেলল,যে ইমপ্যাক্ট রাখলো। যা নিয়ে আমরা কথা বলছি সেদিক থেকে সৌম্য – শান্তর শেখার প্রক্রিয়া এটি ‘।