নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৯২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।
স্যাক্সটন ওভালে বাংলাদেশর শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১১ রানে এনামুল হক বিজয়ের (২) উইকেট হারায় টাইগাররা। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬) , লিটন দাস (৬) ও তৌহিদ হৃদয় (১২) দ্রুত ফিরে গেলে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য ও মুশফিক পঞ্চম উইকেট জুটিতে ৯১ রানের জুটি গড়েন। রান ক্ষরায় ভুগতে থাকা সৌম্য দেখা পান ফিফটির। মুশফিক ৪৫ রান করের আউট হন। একপ্রান্ত আগলে রেখে পাঁচ বছর পর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চরির দেখা পান সৌম্য।
মিরাজকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ বলে ৬১ রানের জুটি গড়েন সৌম্য। মিরাজ ১৯ রান করে আউট হন। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে শতরানটাকে দেড়শ রানে পরিণত করেন সৌম্য। ১৫১ বলে ১৬৯ রান করে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস সেই সাথে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আউট হন সৌম্য। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৯১ রারে অলআউট হয় বাংলাদেশ।
নিউজক্রিকেট২৪/আরএ