https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে আফগানদের করা ৩৪২ রানের পর প্রথম ইনিংসে খানিকটা বিপাকে পড়েছে বাংলাদেশ দল।
ইনিংসের প্রথম ওভারেই সাদমান ইসলামকে হারানোর পর সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। ব্যক্তিগত ১৭ রানে মোহাম্মদ নবীর বলে সাজঘরে ফিরেন তিনি। ক্রিজে কিছুটা থিতু হতে চেয়েছিলেন লিটন দাস। তবে রশিদ খান ব্যক্তিগত প্রথম ওভারে এসেই লিটনকে ফিরিয়ে দেন। তার ব্যাট থেকে আসে ৩৩ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান (৩) ও মুমিনুল (৫) রয়েছেন। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৪ রান।
উল্লেখ্য, এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে রহমত শাহর সেঞ্চুরি, আজগর আফগানের ৯২ রানের সাথে শেষের দিকে রশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে ৩৪২ রানের বিশাল পুঁজি পায় আফগানিস্তান।