সৌম্যর দ্বিতীয় বিশ্বকাপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সৌম্য সরকার বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান। ২০১৪ সালে ১লা ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সৌম্য সরকারের। ২০১৫ সালে অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে পেস কন্ডিশন থাকায় বিসিবি একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছিলো। আর সেসময় খোজ পায় সৌম্য সরকারের।

আর সৌম্য বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে যান। আর বিশ্বকাপের পরে সৌম্য সরকার তার বিধ্বংসী ব্যাটিংয়ে দলে নিজেকে স্থায়ী করে‌‌‌ নেন। তবে খারাপ ফর্মের জন্য মাঝখানে দল থেকে বাদ পড়লেও আবারো দলে ফিরে আসেন। আর এবারের বিশ্বকাপ সৌম্য সরকারের দ্বিতীয় বিশ্বকাপ ছিলো।

চলুন দেখে নেয়া যাক কেমন ছিলো সৌম্য সরকারের এবারের বিশ্বকাপ পারফরম্যান্স। প্রথমে নজর দেই সৌম্য সরকারের ব্যাটিংয়ের দিকে;
ম্যাচ: ৮
ইনিংস: ৮
নট আউট: ০
রান: ১৬৬
সর্বোচ্চ: ৪২
গড়: ২০.৭৫
স্ট্রাইক রেট: ১০১.২১
হাফ সেঞ্চুরি: ০
সেঞ্চুরি: ০
ডাক: ০
বাউন্ডারি: ১৬
ওভার বাউন্ডারি: ৫

সৌম্য সরকার ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও টুকটাক করে থাকেন। তো দেখে নেয়া যাক সৌম্য সরকারের বিশ্বকাপ পারফরম্যান্স;
ম্যাচ: ৮
ইনিংস: ২
ওভার: ১৪
মেডেন: ০
রান: ৯১
উইকেট: ৪
সেরা বোলিং: ৩/৫৮
গড়: ২২.৭৫
ইকোনমি: ৬.৫০
স্ট্রাইক রেট: ২১.০
৫ উইকেট: ০

সৌম্য সরকারের এবারের বিশ্বকাপ পারফরম্যান্স ছিলো বেশ মলিন। বলা যাবে না সৌম্যর পারফরম্যান্স সন্তোষজনক ছিলো। তবে সৌম্যকে আরো ভালো করতে হবে যদি সে নিয়মিত জাতীয় দলে খেলতে চায়। কারণ একজন ওপেনারের পারফরম্যান্স অনুযায়ী সৌম্যর পারফরম্যান্স অনেক লো ছিলো। আশা করা যায় সৌম্য তার ভুলগুলো শুধরে নীড়ে এবং বাংলাদেশ দলকে সাফল্য এনে দিবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »