সৌম্যকে একাদশে রাখার কারণ জানালেন হাথুরুসিংহে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার। ব্যাট হাতে ফিরেছেন শূণ্য রানে। অন্যদিকে বল হাতে ছিলেন খরুচে। শুধু তাই নয় ফিল্ডিংয়েও টম ল্যাথামের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ক্যাচও ফেলেছেন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সৌম্য ছিলেন সুপার ফ্লপ।

ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত রান পাননি সৌম্য সরকার।  হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অন্যতম পছন্দের ক্রিকেটার সৌম্য। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে তিন ইনিংসেই ফিরেছেন শূণ্য রানে। ২০১৯ সালের পর সেঞ্চুরিতো দূরের কথা জাতীয় দলের জার্সিতে একটা ফিফটিও করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার।

তবুও সৌম্যকে দলে নিয়েছেন কোচ হাথুরুসিংহে। নেলসনে দ্বিতীয় ওয়ানডের আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হেড কোচ জানিয়েছেন কেনো সৌম্যকে দলে নেয়া হয়েছে। হাথুরু বলেন, ‘শেষ ম্যাচে সৌম্যের খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানি না। শুধু সর্বশেষ ম্যাচটা দেখেছি। আমি জানিনা সৌম্যের সমস্যা কি। ও ঘরোয়াতে রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে। আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ।’

হেড কোচ আরও বলেন, ‘সাকিব যা পারবে সৌম্য তা পারবে না। আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলারাউন্ডার হিসেবে ভাবছি। যে দলে অবদান রাখতে পারবে।’

প্রথম ওয়ানেডেতে বাংলাদেশ একজন বোলার কম নিয়ে খেলেছ। প্রস্তুতি ম্যাচে রিশাদের মতো লেগ স্পিনার ভালো করার পরও একাদশে নেয়া হয়নি। কেনো একজন বোলার কম নিয়ে খেলেছে বাংলাদেশ সেই ব্যাখ্যা দিতে গিয়ে হাথুরু বলেন, ‘প্রথম ম্যাচে আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতে আমাদের উইকেট পড়ছে। তাই একাদশে একজন অতিরিক্ত ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনানকে অবশ্যই দলে চাই।’

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »