মারুফ ইসলাম ইফতি »
২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।কিছুদিন আগে বিসিবি সভাপতিও আগামী বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা গনমাধ্যমকে জানিয়েছিলেন।জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাসেল ডমিঙ্গো কথা বলেছেন নিজের পরিকল্পনা নিয়ে।এই ক্ষেত্রে রাসেল ডমিঙ্গো জানান তার তুরপের তাস হচ্ছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ দেশের মাটিতে ধারাবাহীক ভাবে ভাল পারফরম্যান্স করলেও খেই হারিয়ে ফেলে বিদেশের মাটিতে, যার জলজ্যান্ত প্রমান সর্বশেষ বিশ্বকাপ আসরে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে।তাই হাতে ৩ বছর বাকী থাকলেও এখন থেকে আগামী বিশ্বকাপের জন্য ছক কষতে শুরু করে দিয়েছেন বাংলাদেশ কোচ।কোচের পরিকল্পনার বড় অংশ জুড়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসমান মুশফিকুর রহিম।মুশফিকের পারফরম্যান্সে মুগ্ধ এই কোচ দলের অন্য প্লেয়ারদের পরামর্শ দেন মুশফিককে অনুসরণ করার।এছাড়া ক্যারিয়ার শেষে মুশফিককে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসমানদের তালিকায় অনন্য উচ্চতায় দেখার ইচ্ছা পোষণ করেন এই দক্ষিন আফ্রিকান কোচ।
মুশফিকের ভুয়সী প্রশংসা করেন ক্রিকইনফোকে ডমিঙ্গো বলেনঃ মুশফিক বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ।আমি মুশফিকে সত্যিই অনেক মুগ্ধ।
তরুন ক্রিকেটারদের জন্য মুশফিক একজন আইডল হতে পারে। সে অসাধারণ একজন মেধাবী ব্যাটসমান, তাকে আরো ধারাবাহিক হতে এবং এইভাবে চালিয়ে যেতে হবে।আমি ব্যক্তিগত ভাবে চাইবো ক্যারিয়ার শেষে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসমানদের তালিকায় মুশফিকের নামটি উপরের সারিতে থাকুক।টেস্ট ক্যারিয়ার শেষে মুশফিকের ব্যাটিং গড় ৪০ এর আশেপাশে দেখতে চাই।
এছাড়া ২০২৩ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা সমন্ধে বলতে গিয়ে ডমিঙ্গো বলেনঃ হাতে ৩ বছর সময় থাকলেও আমরা আমাদের পরিকল্পনার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই, যাতে করে ২০২৩ সালে বিশ্বকাপের আগে আমরা শক্তিশালী এক প্রতিপক্ষে রুপান্তর হতে পারি, আশা করি পরিকল্পনা অনুযায়ী নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে
২০২৩ সালের আগে বিশ্বমানের একটি দল সাজাতে পারবো আমরা।