সেঞ্চুরিতেই থেমে গেলেন রাইজি

নিউজ ডেস্ক »

গত ১২ই জুন দিবাগত রাত ২ টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে পরপারে পাড়ি দিয়েছেন ভারতের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার রাইজি। যিনি কিছুদিন আগেই এ বছরের ২৬ই জানুয়ারী নিজের জন্মশতবার্ষিকী পূর্ণ করেছিলেন। তবে সেঞ্চুরি হাঁকিয়েই আউট হয়ে গেলেন তিনি।চলে গেলেন পরপারে। দক্ষিণ মুম্বাইয়ে নিজ বাসভবনেই ঘুমের মধ্যেই তিনি চলে যান না ফেরার দেশে। তাঁর পরিবারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। শনিবার রাইজির শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

ক্রিকেট ক্লাব ইন্ডিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন ১৯৩৯ সালে। ডানহাতি এই ব্যাটসম্যান তখন সতীর্থ হিসেবে পেয়েছিলেন সিকে নাইডু,মুশতাক আলী,বিজয় হাজারে ও লালা অমরনাথের মতো খেলোয়াড়দের। ঠিক তার ২ বছর পর ১৯৪১ সালে তিনি সুযোগ পেয়েছিলেন রঞ্জি ট্রফিতেও। মুম্বাই ও বরোদার হয়ে ৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৮ রানের মাধ্যমে করেছেন ২৭৭ রান। তার ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ার হিসেব করলে অবশ্য ম্যাচ সংখ্যা খুব বেশি নয়।

শুধু ক্রিকেট নয় অবসরের পর তিনি মনযোগী হন প্রফেশনাল কোর্সেও। চার্টার্ড একাউন্টেন্ট (সিএ) হিসেবে নাম লেখান তিনি। ক্রিকেটের প্রতি প্রেম থেকেই একটি ক্রিকেট ক্লাবও করেছিলেন। জলি ক্রিকেট ক্লাব নামে পরিচিত এই ক্লাবে খেলেছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার বাপু নাদকারনি,একনাথ সোলকার,অশোক মানকড় এবং ইয়াজুরভিন্দ্র সিং। শুধু ক্রিকেট প্রফেশনাল কোর্স কিংবা কোচিংয়েই সীমাবদ্ধ ছিলেন না এই শতবর্ষী ক্রিকেটার। নিজের লিখা বেশ কয়েকটি বইও বের করেছিলেন তিনি। গত জানুয়ারিতেই দুই ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার ও স্টিভ ওয়াহকে পাশে বসিয়ে নিজের শততম জন্মবার্ষিকী পালন করেন তিনি।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »