https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের পুরোটা জুড়ে টুকটাক বিতর্ক থাকলেও যেন ষোলোকলা পূর্ণ হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচে। প্রথম ইনিংসেই আম্পায়ার ধর্মসেনার তিনটি বিতর্কিত সিদ্ধান্ত দেয়ার পরই ঝড় শুরু হয় সামাজিক মাধ্যমে। তবে সেটাকেও ছাড়িয়ে যায় ম্যাচটি ড্র হয়ে যখন সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারে বেন স্টোকস রান আউট নেয়ার সময় মার্টিন গাপটিলের সেই ওভার থ্রুতে দেয়া ৫ রান নিয়েও শুরু হয় বিতর্ক। তবে মাঠে থাকা আম্পায়ার কুমার ধর্মসেনা এ বাপারে এতদিন কোনো মন্তব্য না করলেও এবার মুখ খুলেছেন।
সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ধর্মসেনা বলেন, ‘টিভিতে রিপ্লে দেখে মানুষের মন্তব্য করাটা অনেক সোজা। আমিও টিভি রিপ্লেতে দেখে একমত, এটা কেবল বিচারিক ত্রুটি। মাঠে কিন্তু টিভি রিপ্লের বিলাসিতা ছিল না আমাদের জন্য। আমার সিদ্ধান্তের জন্য কখনোই অনুতপ্ত হব না। এই সিদ্ধান্তের জন্য আইসিসি আমার প্রশংসাও করেছে তখন।’
‘ডিসমিসাল না হলে টিভি আম্পায়ারের কাছে যাওয়ার কোনো বিধান নেই। লেগ আম্পায়ারের সাথে আমি পরামর্শ করি, যা অন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারিরাও শুনেছে। তারা টিভি রিপ্লে পরীক্ষা করতে পারেন না। সবাই নিশ্চিত ছিল যে ব্যাটসম্যান রান সম্পন্ন করেছে। আমি তখন আমার সিদ্ধান্ত দেই।’