সেই ফুল বিক্রেতাই সাকিবের অনুপ্রেরণা

নিজস্ব প্রতিবেদক »

‘দ্য গ্রেটেস্ট ট্যালেন্ট অব ক্রিকেট’ যাকে বলা হয়, তিনি বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। যার হাত ধরে অসংখ্যবার বিজয় নিশান উড়িয়েছে লাল-সবুজের দল। বিশ্ব দরবারে মাথা উঁচু করেছে বারবার। প্রতিপক্ষকে চোখ রাঙিয়ে সদা চ্যালেঞ্জ জানানো এই তারকার অনুপ্রেরণা কে? সেই প্রশ্নের উত্তর মিলিয়েছে নিউজক্রিকেট২৪।

ঢাকায় রাস্তায় জ্যামে আটকে সাকিব, বিরক্তিকর জ্যামে ঘেমে একাকার। মেঘ না চাইতেই যেন বৃষ্টি, উড়ে এলো সাকিবের অনুপ্রেরণা। দুঃখিত একটি ছোট্ট পথশিশু, হাতে একগুচ্ছ ফুল। যা বিক্রি করে চারটে পয়সা পায়, একমুঠো খাবার মুখে তোলার সম্বল। সেই ছোট্ট শিশুই কিনা সবকটা ফুল উপহার দিলেন সাকিবকে। বিনিময়ে একটি আবদার, তাও বাইশ গজের।

কি সেই আবদার? জানতে চাইলে মিস্টার অলরাউন্ডারের মুখেই শুনতে হয়, ‘আমি একবার ঢাকার জ্যামে বসে বসে ঘামছি। এমন সময় এক পথশিশু আমার গাড়ির কাছে এসে বললো, ‘স্যার, একটা ফুল নিবেন?’ ‘আমি তার সঙ্গে থাকা সবগুলো ফুল নিয়ে নিলাম। তারপর গাড়ির জানালার কাচ খুলে দাম দিতে যাবো, ঠিক এমন সময় ছেলেটা আমাকে দেখে চিনে ফেললো। ফুলওয়ালা ছেলেটা বললো, ‘আপনি ছক্কা সাকিব না?’ হাসতে হাসতে বললাম, ‘হ্যাঁ।’ তখন ছেলেটা দাম নিতে অস্বীকৃতি জানিয়ে বলে, ‘দাম লাগবে না স্যার, আপনি প্রত্যেক ম্যাচে কমপক্ষে একটা করে ছক্কা মাইবেন- তাহলেই হবে।’

ক্রিকেট দুনিয়া কিংবা অন্য জগৎ, প্রত্যেক সফল মানুষের সফলতার পেছনে একটি অনুপ্রেরণা কাজ করে। সাকিবের অনুপ্রেরণার বাতিঘর সম্পর্কে জানতে চাইলে এমনটাই বেরিয়ে আসে তাঁর মুখ থেকে। তিনি জানান, ‘প্রতিবার মাঠে নামার আগ মুহূর্তে ঐ ফুল বিক্রেতার দামের কথা মনে পড়ে, তা হলো একটি ছক্কা। তাঁর ছেলেও বড় একটি ভালোবাসা, যা সবচেয়ে বড় অনুপ্রেরণাও বটে।’

নিউজক্রিকেট/ইমতিয়াজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »