নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান বর্তমানে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন দলটির অধিনায়ক গুলবাদিন নাইব। পরের ম্যাচে আগামী ১৫ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন আফগান অধিনায়ক।
টনটনে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় মাথায় আঘাত প্রাপ্ত হন আফগান স্পিনার রশিদ খান।এরপর আর বোলিংয়ে নামতে দেখা যায়নি রশিদ খানকে। ঘটনাটি আফগান ইনিংসের ৩৪তম ওভারে। কিউই পেসার লোকি ফার্গুসনের করা একটি শর্ট বল মাথা নিচু করে এড়াতে চেয়েছিলেন রশিদ খান। কিন্তু বলটি তাঁর হেলমেটে লেগে স্ট্যাম্পে আঘাত করে। ফলে শূন্য রানে বিদায় নেন তিনি।
তবে গুরুতর কিছু হয়নি এই স্পিনারের বলে গণমাধ্যমকে জানিয়েছেন আফগান দলপতি নাইব। পরের ম্যাচে মাঠে নামার আগেই রশিদ খান সুস্থ হয়ে উঠবেন প্রত্যাশা করে নাইব বলেন, ‘সে এখন আগের চেয়ে অনেক ভালো বোধ করছে। চিকিৎসকেরা বলেছে তাঁকে এখন বিশ্রামে থাকতে হবে। অবশ্যই আমাদের হাতে দুই দিন আছে, সে ভালো আছে। আমাদের পরবর্তী ম্যাচের আগে এক সপ্তাহের বিরতি আছে। এই সময়ের মধ্যে সে হাসপাতালে যাবে এবং তাঁর পরীক্ষা নিরীক্ষা করা হবে। এর মাঝেই সে সুস্থ্য হয়ে যাবে।’
এদিকে বিশ্বকাপে নিজেদের তিনটি ম্যাচের প্রতিটিতেই পরাজয়ের মুখ দেখেছে আফগানিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি ৬ ম্যাচে জয় পেতে হবে তাদের।