সুযোগ পেলে ভারতকে নেতৃত্ব দিতে চান শামি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিরাট কোহলি সাদা পোশাকে নেতৃত্ব ছাড়ার পর পরবর্তী অধিনায়ক হিসেবে বেশ কয়েকজনের নাম ভেসে ভেড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমে। তবে দলটির কেউ কেউ দায়িত্ব পেলে তা পালনের আগ্রহও দেখিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ শামির নাম। এই অভিজ্ঞ পেসার জানালেন, দায়িত্ব পেলে তা পালনের জন্য তিনিও প্রস্তুত আছেন।

দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে হারের পর টেস্টের নেতৃত্ব ছাড়েন কোহলি। এরপর থেকে নতুন অধিনায়কে খোঁজে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি ভারতের নির্বাচক প্যানেল।

ভারতের অধিনায়ক হওয়ার সুযোগ এলে তা হাতছাড়া করতে চান না শামি। যদিও তিনি নেতৃত্ব নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন।

এই অভিজ্ঞ পেসার বলেন,”এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে আমি খুব বেশি ভাবতে চাই না। তারপরও যদি আমাকে দায়িত্ব দেয়া হয়, তাহলে তা পালন করার জন্য আমি প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন,”সত্যি কথা বলতে, কে চায় না, ভারতের অধিনায়ক হতে? কিন্তু দলে অবদান রাখার এটাই একমাত্র পথ না, যেভাবেই হোক আমি দলে অবদান রাখতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »