সুযোগ কাজে লাগিয়েছেন শুভাগত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খু্লনা শেষ দুই ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছিল কিন্তু নিজেদের চতুর্থ ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে তাঁরা। ঢাকাকে ৩৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে উঠে রিয়াদের এই দল। আর এই ম্যাচে সুযোগ পেয়েই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খুলনার অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরি।

গত তিন ম্যাচেই খুলনার টপ অর্ডারের ব্যর্থতাই রান তুলতে ব্যর্থ হয়েছে খুলনা। সে কারণে তিন ম্যাচে সুযোগ না পেলেও চতুর্থ ম্যাচে খুলনার একাদশে জায়গা পেয়েই ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার জিতেছেন শুভাগত। ঢাকাকে ১০৯ রানে আটকে রাখতে ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১৩ রান খরচায় ৩ উইকেট সংগ্রহ করেন তিনি।

সুযোগ পেলে ভালো করার চেষ্টায় থাকায় শুভাগত ম্যাচ শেষে বলেন,”ভালো লাগছে প্রথম ম্যাচ জেতার পর দুটো ম্যাচ আমরা জিততে পারি নাই। আজকে চতুর্থ ম্যাচ। আজকের জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি এই ম্যাচগুলোতে খেলতে পারিনি তবে আমার চেষ্টাছিল যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করব।”

টপ অর্ডারের ব্যর্থতায় শুভাগত বিচলিত না হলেও পরের ম্যাচ গুলোয় তাঁরা স্বরূপে ফিরে আসবেন এমনটাই বিশ্বাস তাঁর।

এ প্রসঙ্গে শুভাগত আরো বলেন,”আসলে আমাদের শুরুটা ভালো হয়নি। তো এটা আমাদের ব্যাটসম্যানরা প্রাকটিসে চেষ্টা করছে ম্যাচেও চেষ্টা করছে। আশা করছি পরের ম্যাচ থেকে আমরা আরো ভালো করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »