সুযোগের অপেক্ষায় জহুরুল

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খুব বেশি লম্বা হয়নি জহুরুল ইসলাম অমির ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে স্বল্প সংখ্যক ম্যাচে অংশ নিলেও বয়স হয়ে গেছে ৩২। ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিয়মিত মুখ হয়েই আছেন তিনি।

ওপেনিং এই ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় ছয় বছর আগে। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেটেই যে তার ধ্যানজ্ঞান সেটা আঁচ করা যায় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা দেখলেই।

এদিকে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের জন্য যে কন্ডিশনিং ক্যাম্প করা হচ্ছে সেখানের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। প্রথম দিলে বিপ টেস্টেও আশাব্যঞ্জক ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি। তামিম ইকবাল যেহেতু বিশ্রামে রয়েছেন সেই সুযোগটা লুফে নিতে চাচ্ছেন এই ব্যাটসম্যান।

জহুরুল বলেন, ‘অনেকদিন পর প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছি। প্রতিটি খেলোয়াড়েরই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। প্রতি বছর সেই উদ্দেশ্য নিয়েই শুরু করা হয়। এই বছর প্রিমিয়ার লিগে ভালো করার পর আমাকে ‘এ’ দলে ডেকেছিল। বেঙ্গালুরুতে ‘এ’ দলের হয়ে ভালো হয়েছে। এখন প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছি। চেষ্টা করছি সবকিছুই বাকিটা আল্লাহর উপর।’

তামিম ইকবাল বিশ্রামে থাকায় নিজের সুযোগ দেখছেন এই ব্যাটসম্যান। ‘তামিম অনেক বড় মানের ক্রিকেটার। তার অভাব পূরণ করা কঠিন। একটা সুযোগ এখানে রয়েছে সাদমান, সৌম্য, ইমরুল ও আমি। টেস্ট যেহেতু সবচেয়ে বড় ফরম্যাট তাই এখানে পারফর্ম করলে সব ফরম্যাটেই পারফর্ম করা সম্ভব। তামিম যেহেতু নেই তাই এটা আমাদের বড় সুযোগ।’

‘নিজের ফিটনেস ও টেকইকের উন্নতি করার চেষ্টা করছি সবসময়। বাকিটা নির্বাচকরা জানেন। ওনারা যদি দরকার মনে করেন তাহলে আমাকে নিবেন। আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টাই করবো।’– বলেন জহুরুল ইসলাম অমি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »