নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম ইনিংসে তাইজুল ইসলাম এবং শফিউল ইসলামের বোলিং তোপে মাত্র ২৪০ রানে অল আউট হয়েছিলো ঢাকা ডিভিশন। জবাবে ব্যাটিং করতে নেমে সুমন খানের বোলিং তোপে শুরুতেই উইকেট হারায় রাজশাহী ডিভিশন। মাত্র ১৪ রানেই ৩টি উইকেট হারিয়ে বিপাকে পরে রাজশাহী ডিভিশন। তবে চতুর্থ উইকেট জুটিতে জহুরুল ইসলাম এবং মুশফিকুর রহিমের ১২১ রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা সামলে ওঠে রাজশাহী ডিভিশন।
দলীয় ১৩৫ রানে মুশফিকুর রহিমকে আউট করে ১২১ রানের জুটি ভাঙ্গেন অলরাউন্ডার শুভাগত হোম। রকিবুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৬ বলে ৭৫ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ইনিংসে ছিলো ৭টি চারের সাথে ৩টি ছক্কার মার।
মুশফিকুর রহিম আউট হওয়ার পর আর দাঁড়াতে পারেনি রাজশাহী ডিভিশন। মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায় রাজশাহী। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক জহুরুল ইসলাম। ২২০ বলে ৬৪ রানের চরম ধৈর্যশীল ইনিংসে ছিলো মাত্র ৪টি চার।
ঢাকা ডিভিশনের হয়ে ৫০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন পেসার সুমন খান। এছাড়া ৪৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন সালাহউদ্দিন শাকিল।