সুপার ওভারে ট্রফি নিষ্পত্তি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সুপার ওভারের কল্যাণে বিশ্বকাপের মত আবারও ট্রফি উঁচিয়ে ধরলো ইংল্যান্ড। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড।

১৪৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই টম ব্যান্টননকে হারিয়ে বসে ইংল্যান্ড। ইনিংসের পঞ্চম বলে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান ব্যান্টন। স্থায়ী হতে পারেননি জেমস ভিন্সও ফিরে গেছেন মাত্র ১ রান করে। মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে যখনই শঙ্কা জাগে হারের তখনই তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বেয়ারস্টো ও মরগান। তবে সে জুটিও দীর্ঘস্থায়ী হয়নি খুব একটা। ৭ বলে ১৭ রানে মরগান আউট হলে ভাঙ্গে ৩০ রানের জুটি।

মরগানের বিদায়ের পর বাকি কাজটা বেয়ারস্টোর সাথে বেশ ভালোভাবেই করেছেন স্যাম কুরান । দুইজনের জুটি থেকে আসে ৬১ রান। দলীয় ১০০ রানে ফিরে যান জনি বেয়ারস্টো। ৫ ছয় ও ২ চারের সাহায্যে ১৮ বলে ৪৭ রান করে আউট হন তিনি। বেয়ারস্টোর বিদায়ের ১১ বলে ২৪ রান করে ফিরে যান স্যাম কুরানও। শেষ পর্যন্ত নির্ধারিত ১১ ওভারে ৭ উইকেটে ১৪৬ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

দুইদলের দলীয় সংগ্রহ সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে বেয়ারস্টোর ৮ রান ও মরগানের ৯ রানের কল্যানে ১ ১ ওভারে ১৭ রান তোলে ইংল্যান্ড। ১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জর্ডানের আঁটসাঁট বোলিংয়ে ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান তোলে কিউইরা।

এর আগে সকালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংল্যান্ড বোলারদের উপর চড়াও হয় মার্টিন গাপটিল ও কোলিন মুনরো । ২০ বলে ৫ ছয় ও ৩ চারের সাহায্যে ফিফটি তুলে নেন গাপটিল। উদ্বোধনী জুটি থেকে আসে ৮৩ রান। ফিফটি করে আদিল রাশিদের বলে আউট হয়ে ফিরে যান গাপটিল আর ফিফটি থেকে চার রান দুরে থেকে স্যাম কুরানের বলে ভিন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মুনরো।

শেষের দিকে সেফার্টের ৩৯ রানের কল্যানে নির্ধারিত ১১ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তোলে কিউরা৷ ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন স্যাম কুরান, টম কুরান, আদিল রাশিদ ও সাকিব মাহমুদ ।

স্কোরকার্ড:

ইংল্যান্ড : ১৪৬/৭ ( ১১ ওভার) , বেয়ারস্টো ৪৭, স্যাম কুরান ২৪, স্যাটনার ২/২০

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »