সুপারস্টারের পাশে সুপারস্টার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একজন ক্রিকেট জগতের সুপারস্টার আরেকজন চলচ্চিত্র জগতের সুপারস্টার। দুইজন দুই দিক থেকে দেশকে বিশ্ববাসীর কাছে রিপ্রেজেন্ট করছে এবং তারা দুজনই নিজেদের স্ব স্ব অবস্থানে সেরা। এ দুজনের সম্পর্কটাও বেশ ভালো। এমনকি তাদের নামের মধ্যেও রয়েছে কাকতালীয় এক মিল। একজন সাকিব, আরেকজন শাকিব।

সাকিবের নিষেধাজ্ঞার খবরটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই সাকিবের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকারাও। এরই ধারাবাহিকতায় এবার সাকিব আল হাসানের দুঃসময়ে পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

বাংলা চলচ্চিত্রের ‘কিং খান’ খ্যাত সুপারস্টার শাকিব খান দুই বাংলায় (বাংলাদেশ, কলকাতা) বেশ জনপ্রিয় একজন নায়ক। দীর্ঘদিন থেকে একাই আধিপত্য বিস্তার করে ঢালিউডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তার নাম শুনেই যেনো স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিচালক-প্রযোজকরা। কেননা শাকিব খানের নাম শুনেই যে একেকটা ছবি সুপারহিট/ব্লকবাস্টার হয়। এমন একজন সুপারস্টারই এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।

আজ (৩০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব আল হাসানের সঙ্গে ছবি পোস্ট করে নায়ক শাকিব খান লিখেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নি:সন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালেবাসা দেখানো। সবার ভালেবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়।
সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »