সুইডেনে করোনা আক্রান্ত বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান!

মারুফ ইসলাম ইফতি »

বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক মোহাম্মাদ শাহীন। দেশ কিংবা বিদেশ যেখানেই বাংলাদেশের খেলা থাকুক না কেন গ্যালারীতে তিনি হাজির হবেনই। মাথায় পরচুলা আর বাহারি রংয়ের টুপি পড়ে গ্যালারীতে তাকে আলাদা করেই সবার চোখে পড়ে। তবে এবার ভক্ত সমর্থকদের জন্য দুশ্চিন্তা নিয়ে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

গত ৪ দিন আগে শরীরে জ্বর এবং করোনার কিছু লক্ষন অনুভব করার পর তিনি সুইডেনের একটি হাসপাতালে করোনার টেস্ট করেন। ফলাফলে তার করোনা রেজাল্ট পজেটিভ আসে এবং তাকে সেখানে চিকিৎসাধীন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।গত চারদিন ধরে সুইডেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ ক্রিকেটের এই এলিট ফ্যান।তবে ভালো খবর হচ্ছে, তার সর্বশেষ শারিরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে এবং ধিরে ধিরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এ বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে তিনি মুঠোফোনে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে জানান:করোনা পজেটিভ আসায় আমি গত কয়েকদিন এইখানকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।আলাহামদুলিল্লাহ আমি আগের থেকে কিছুটা সুস্থ আছি এবং ভালো আছি।

এছাড়াও নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই আইকনিক ফ্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »