সিলেট সিক্সার্স আগেই জানতো বিপিএল নিয়ে এমন কিছু হবে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরেই। পূর্ব নির্ধারিত সময়ে বিপিএল মাঠে গড়াবে কি না এটা নিয়েও উঠেছিল প্রশ্ন। অবশেষে গতকাল বিপিএল সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাওয়া গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, এবারের বিপিএল হবে বিসিবির তত্ত্বাবধানে। সহজ ভাষায় বললে বিপিএলের সব নিয়ন্ত্রণ করবে বোর্ড। খেলোয়াড় কেনা থেকে শুরু করে প্রতিটা দলের সব খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই আসরের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল।’

বিপিএলের এই আসরে পরিবর্তন আসবে এমনটা আগেই বুঝতে পেরেছে সিলেট সিক্সার্স। তাই এই আসরে খেলতে চাইলেও আগে থেকে কোন খেলোয়াড়ের সাথে চুক্তি করেনি তারা। এর চেয়েও অবাক করা ব্যপার হল বিপিএল গর্ভনিং কাউন্সিলের সাথে বসার আগে পর্যন্ত দল গোছানোর কোন কাজেই হাত দেয় নি ফ্র্যাঞ্চাইজিটি। অন্য সব দল গুলো দেশি বিদেশী অনেক ক্রিকেটারদের সাথে চুক্তি করলেও নীরব ভূমিকায় ছিল সিলেট সিক্সার্স।

বিসিবির পাওনা ৮০ লাখ টাকা পরিশোধ করেও দল গোছানো শুরু করে নি তারা এমনটাই দাবি সিলেট সিক্সার্স কর্মকর্তাদের। সিলেট সিক্সার্সের সিইও ইয়াসির ওবায়েদ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এখনো কিছু জানানো হয় নি। জানালে তখনই কথা হবে বিস্তারিত। আমাদের কোন চুক্তি নেই বিসিবির সাথে। যেহেতু তারাই সব করবে তাই আমরা কেবল তাদের কথা মত কাজ করব। আমরা আগেই বুঝতে পেরেছি এ বছর এমন কিছু হতে যাচ্ছে। তবে এমন সিদ্বান্ত নেয়ার আগে আমাদের কিছু জানানো হবে ধারণা করেছিলাম, কিন্তু অবাক হলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »