শোয়েব আক্তার »
আগামীকাল থেকে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএলের সপ্তম আসরের। এর-ই মধ্যে নিজেদের ঘুচিয়ে নিতে শুরু করেছে দলগুলো।
বিদেশি খেলোয়াড় ও কোচবৃন্দরা ও দলের সাথে ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন।
তবে,অনেক দলের-ই অধিনায়কের নাম এখনও জানা যায় নি।
অবশেষে সিলেট থান্ডারসের অধিনায়কের নাম প্রকাশ করা হয়েছে। প্লেয়ার ড্রাফটের পর আলোচনায় থাকা জাতীয় দলের তারকা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ই হতে যাচ্ছেন সিলেট থান্ডারস দলের কান্ডারি।
বেলা দেড়টা নাগাদ সিলেট থান্ডারস দলের অফিসিয়াল ফেসবুক পেজে মোসাদ্দেক হোসেন সৈকত কে অধিনায়ক ঘোষণা করে একটি পোস্ট করা হয়েছে।
বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরের উদ্ভোধনী ম্যাচে আগামীকাল বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট থান্ডারস।