সিলেট ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আব্দুল কাইয়ুম চৌধুরী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেট ক্রিকেটের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৪  ও ১৬ এর বাছাইপর্ব পরিদর্শনকালে সিলেট ক্রিকেটের বিভিন্ন সময় ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি নিয়ে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের কাইয়ুম জানান: ক্রিকেটকে কেন্দ্র করে দেশে বহু টাকা পয়সা লুটপাট হয়েছে। এগুলোর একটু সুষ্টু তদন্ত দরকার। এই লুটপাটে সিলেটে যারা জড়িত, ঢাকায় যারা জড়িত তাদের দূর্নীতির একটা স্বেতপত্র জনসম্মুখে প্রকাশ করা দরকার। দেশাবাসীকে জানানো দরকার এখানে কিভাবে অর্থের ছড়াছড়ি হয়েছে। লুটপাট হয়েছে। আমরা জেনেছি পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরী করার নামে আড়াই’শ কোটি টাকা ঠিকাদার তুলে নিয়েছে। অথচ স্টেডিয়ামই হয়নি। কাজ শুরুই হয়নি। আমাদের সময় আমরা আন্তরিক ছিলাম বলেই সিলেট বিভাগীয় স্টেডিয়াম তৈরী করেছি। সাবেক অর্থমন্ত্রী এম সাইফূর।

তিনি আরো যোগ করেন: তিনি বলেন, আমাদের সরকার যখন ক্ষমতায় ছিলো আমরা অনুভব করি সিলেটে একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু দরকার। ফলে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফূর রহমানের প্রচেষ্টায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রতিষ্টা করা হয়। এরপর আর সেভাবে সিলেটের ক্রিকেট অঙ্গন নিয়ে কেউ কাজ করেননি। ফলে ক্রিকেটে সিলেট এগুতে পারেনি। তিনি বলেন, সিলেট বিভাগীয় স্টেডিয়াম সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের দান। এজন্য তিনিও কাজ করেছিলেন। অতীতের মতো ভবিষ্যতেও সিলেটের ক্রিড়াঙ্গন এবং স্টেডিয়ামের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিসিবির সাবেক এই পরিচালক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »