সাকিব শাওন »
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তজার্তিক ক্রিকেটে ইতি টানবেন মাশরাফি মুর্তজা এমন গুঞ্জন অনেকদিন ধরেই ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছিলো।
অধিনায়ক মাশরাফির ক্যারিয়ারের শেষ সিরিজ কি তাহলে জিম্বাবুয়ের সঙ্গে চলতি এই সিরিজে।অনেকে এমনটাই মনে করছেন।
এমন গুন্জন সাথে নিয়ে আগামীকাল রবিবার ১ম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল।
প্রতিপক্ষ দুর্বল হলেও তিনি ম্যাচটিকে সহজ ভাবে নিচ্ছেন না। আর দশটি ম্যাচের মতোই দেখছেন স্বাভাবিক ভাবেই। মাশরাফি বলেন,আন্তজার্তিক ম্যাচ সবই সমান। জিম্বাবুয়ের কাছেও আমরা হারতে পারি, কখনোও হারিনি এমনটা তো না । আগামীকাল ২০ বছর বয়সী নাঈম শেখের অভিষেক হওয়ার কথা রয়েছে। এছাড়া আরেক তরুণ আফিফের ও সম্ভাবনা রয়েছে অভিষেক হওয়ার।
দুই দলের সম্ভাব্য একাদশ –
বাংলাদেশ:- তামিম,লিটন,নাঈম,মুশফিক,রিয়াদ,মিথুন,আফিফ,মেহেদী,সাইফউদ্দিন, মাশরাফী(অধিনায়ক) মুস্তাফিজ।
জিম্বাবুয়ে দল:-চামু চিবাবা(অধিনায়ক),মারুমা,আরভিন,টেলর,উইলিয়ামস,সিকান্দার রাজা,টিনোটেন্ডা,তিরিপানো,এনডিলুভো,ক্রিস এমপুফু,কার্ল মুম্বা।