বোলারদের নৈপুণ্যে সিলেটের বিশাল জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগের ম্যাচে আড়াই দিনে হারলেও এবার সেটি পুষিয়ে নিলো সিলেট। বরিশালকে আড়াই দিনে হারিয়েছে সিলেট। মূলত সিলেটের বোলিং তোপে দল জয়ের পথে এগিয়ে যায়। সিলেটের স্পিনার নাসুম ও পেসার এবাদতের দুর্দান্ত এট্যাকে ৩২ রানে জয় পায় সিলেট।

ম্যাচের প্রথম ইনিংসে বরিশাল ব্যাট করতে নেমে ১৬২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে সিলেট ৩২২রানের লিড দেয়৷ ১৬০ রানে পিছিয়ে পড়া বরিশাল দ্বিতীয় বারের মতো ব্যাট করতে নেমে ১২৮ রানে অলআউট হয়। ফলে সিলেট আড়াই দিনেই ইনিংস শেষ করে পয়েন্ট টেবিলে উপরে উঠে আসে।

প্রথম ইনিংসে যথেষ্ট নাকানিচুবানী খেয়েছে বরিশাল। টসে জিতে ব্যাট করতে নামে বরিশাল। সেখানে এবাদতের বোলিং এট্যাকে পরাস্ত হয়ে যায় বরিশাল। ফজলে রাব্বি ও নাফিসকে ফেরায় শূন্য রানে। রাফসানকেও ফিরতে হয় ইবাদতের বলে। আশরাফুলের ব্যাট ও হাসেনি সেদিন। এনামুল হক জুনিয়রের বলে বোল্ড হয়ে ফিরে যান। বাকিরা মিলে ১৬২ রানে গিয়ে থামে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট ৩২২ রান সংগ্রহ করে।

দ্বিতীয় ইনিংসেও বরিশালের হয়ে সোহাগ গাজী আর নাফিস ব্যতীত কারো ব্যাট হাসেনি৷ বাকিরা দ্রুত ফিরে যায়৷ আর বরিশাল খেই হারিয়ে ফেলে। স্পিনার নাসুম ৪ ওভার বল করে ১ মেডেনসহ ৫ রান খরচায় ৪ উইকেট নেন। এবাদত ১২ ওভার বলে করে ১ ওভার মেডেনসহ ২৮রান খরচায় ৩ উইকেট নেন। বাকি শাহনুর ২টি ও রাহী ১টি উইকেট তুলে নেয়।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »