নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১০ই অক্টোবর থেকে শুরু হয় জাতীয় লীগ ‘এনসিএল’ এর ২১তম আসর। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে নামা হয় নি বরিশাল ও সিলেটের, বৃষ্টির কাছে পরাস্ত হয় তাদের প্রথম দিন। আসরের দ্বিতীয় দিনে রাজশাহীতে মুখোমুখি হয় দু’দল। তবুও এক ইনিংস ও ১৩ রানের অসাধারণ জয় পেয়েছে বরিশাল।
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক ফজলে মাহমুদ। ব্যাট করতে নেমে কামরুল ইসলাম রাব্বির অগ্নিঝড়া বোলিংয়ের কাছে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় অলক কাপালির সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন জাকির হাসান। অধিনায়ক কাপালির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রানের ইনিংস।
বরিশাল ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নাফিস ও মাহমুদের উড়ন্ত জুটিতে প্রথম উইকেট ৮০ রান সংগ্রহ করে। মাহমুদ ৩৩ রানে ফিরে গেলে ও অপর ওপেনার নাফিস তুলে নেন ফিফটি। খেলেন ৬৩ রানের অসাধারণ ইনিংস, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। অধিনায়ক ফজলে মাহমুদ খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস। ৯২ বলে ১১ চারে ও ১ ছয় সাজানো ছিলো তার ইনিংস। ৫৮.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বরিশাল।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ও ব্যর্থ হয় সিলেটের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২ রানে ওপেনার তৌহিদ খান ০ রানে আউট হয়ে ফিরে যান, প্রথম ইনিংসে মাত্র ১৬ রানে আউট হয়েছিলেন তিনি।আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন ৩৫ রান করে তানভীর ইসলামের বলে আউট হয়ে ফিরে যান। দলের হয়ে একাই লড়ে যান জাকার আলী। তবে আক্ষেপ থেকে গেলো ৫০ রানের, ৫ চারে ও ১ ছয়ে ৪৫* রানে অপরাজিত থাকেন। সিলেট ৬৩.৫ ওভারে ১৩২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।
বরিশালের হয়ে তানভীর ইসলাম একাই সর্বোচ্চ ৪টি উইকেট, তাছাড়া মনির হোসেন ৩টি, নুরুজ্জামান ২টি ও তাওহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অগ্নিঝড়া বোলিং করা রাব্বি সিলেটের দ্বিতীয় ইনিংসে উইকেট শূন্য থেকেছেন।
সংক্ষিপ্ত স্কোর কার্ডঃ-
সিলেট ডিভিশন
প্রথম ইনিংস- ৮৬/১০(৪৩.১)
দ্বিতীয় ইনিংস- ১৩২/১০(৬৩.৫)
বরিশাল ডিভিশন
প্রথম ইনিংস- ২৩১/৮(৫৮.৩)
ফলাফল : বরিশাল ডিভিশন ১ ইনিংস ও ১৩ রানে এগিয়ে থেকে জয় লাভ করেছে।
প্লেয়ার অফ দ্য ম্যাচ কামরুল ইসলাম রাব্বি।