সিলেটের বকেয়া এখনও ১ কোটি টাকা!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী সিলেট সিক্সার্সের কাছে বিপিএল গভর্নিং কাউন্সিল এখনও পাওনা এক কোটি টাকা। টুর্নামেন্টের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সাথে অর্থনৈতিক কোনো ঝুট ঝামেলা না থাকলেও এই ফ্র্যাঞ্চাইজিটি এখনও পরিশোধ করেনি তাদের তাদের টাকা। শুধু তাই নয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের পারিশ্রমিকও এখনও ঠিকমত পরিশোধ করতে ব্যর্থ হয়েছে তারা।

বিপিএলের সপ্তম আসর শুরু অতে যাচ্ছে চলতি বছরের শেষের দিকে। এরই মধ্যে বিসিবির সাথে চুক্তির মেয়াদ ফুরিয়েছে সকল ফ্র্যাঞ্চাইজির। ফলে নতুন করে চুক্তি করতে হবে সব ফ্র্যাঞ্চাইজিদের। এমন ঘোষণা দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই ধারাবাহিকতায় ঈদের পর সব দলগুলোর সাথে বিশেষ বৈঠকে বসবে গভর্নিং কাউন্সিল। যেখানে বাকি দলগুলোর সাথে নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে সেখানে সিলেট সিক্সার্সের সাথে আলোচনা হবে পাওনা টাকা নিয়েই!

শেষ পর্যন্ত যদি সিলেট অর্থ দিতে না পারে তাহলে দল টিকিয়ে রাখাই যে তাদের জন্য দুঃসাধ্য হবে সেটা বলাই যায়। সপ্তম আসরে শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারবে কিনা তা বলে দিবে সময়ই!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »