সিলেটের প্রধান কোচ হলেন প্রোটিয়া কোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। ইতিমধ্যে এবারের আসরের প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গিয়েছে, প্রতিটি দল এখন সাজানো শুরু করে দিয়েছে। সাতটি দল নিয়ে হবে এবারের আসর। তার আগে প্রতিটি দল প্রধান কোচসহ পুরো কোচিং স্টাফ ঠিক করে নিচ্ছে। এখন সিলেট থান্ডারের প্রধান কোচ হলেন হার্শেল গিবস।

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনারকে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন সিলেটের পরিচালক তানজিল চৌধুরী। প্রথম বারের মতো বিপিএলে কোচিং করাতে আসছেন তিনি। তাছাড়া ইউরো টি-টোয়েন্টি লিগ এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

জানা যায়, আগামী ৮ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দিবেন গিবস। দলের সকল বিদেশী ক্রিকেটারদের সহ ৯ ডিসেম্বর ঢাকায় থাকবেন এই প্রোটিয়া কোচ। এছাড়া সিলেটের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সারোয়ার ইমরান।

সিলেট থান্ডার্সঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, মো: দেলোয়ার হোসেন, মনির হোসেন খান ও রুবেল মিয়া।

বিদেশি ক্রিকেটারঃ শেরফেইন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, নাবিনুল হক, জনসন চার্লস ও জীবন মেন্ডিস।

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর বিপিএল উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »