সিলেটের নয়নাভিরামে বসছে আমেরিকান ঘাস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সিলেটের নয়নাভিরাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসতে যাচ্ছে আমেরিকান ঘাস। মাঠের আগাছা দূর করন সহ ড্রেনেজ ব্যবস্থাও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

সিলেটের পাহাড় আর চা বাগানে ঘিরে থাকা অপরুপ সৌন্দর্য্যের অধিকারী স্টেদিয়ামটিই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে পরিচিত। ২০০৭ সালে নির্মিত এই স্টেদিয়ামটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। দেশে অষ্টম টেস্ট ভেন্যু হিসেবেও স্বীকৃতি পেয়েছে স্টেডিয়ামটি। কিন্তু দীর্ঘদিন কোনো ম্যাচ না থাকায় মাঠের অবস্থা যেন নাজুক হয়ে পড়েছে।

স্টেডিয়ামটির ড্রেনেজ ব্যবস্থা ধসে পড়েছে বেশ কিছুদিন আগেই। আর মাঠে আগাছার উপস্থিতি এতটাই বেড়েছে যে সেখানে ক্রিকেটের উপযোগীই নয়! তবে মাঠের এই অচলাবস্থা দূর করতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিতির চেয়ারম্যান মাহবুব আনাম জানিয়েছেন, ‘অনেক আগাছা জন্মে যাচ্ছিল সিলেট মাঠে। পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যহত হচ্ছিল এতে করে। তাই প্রথমবারের মত আমেরিকা থেকে ঘাসের বীজ আমদানি করেছি আমরা। সেটা দিয়েই মাঠে ঘাস উৎপাদন করা হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »