সিলেটকে ১৪৩ রানে আটকে দিলো রাজশাহী

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলের ৩৪ তম ম্যাচ ও সিলেট পর্বের শেষ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেট থান্ডার অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। শুরু থেকেই ঠান্ডা মাথায় ধীরস্থিরে খেলতে থাকেন দলীয় অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। আজ সুবিধা করতে পারেন নি ওপেনার আব্দুল মজিদ। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় সিলেট। এরপরেও আজ দলের হাল ধরেন মিঠুন। ধীরস্থিরে খেলতে থাকা ফ্লেচার ৩৩ বলে ২৫ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন।

মিঠুন এই রাদারফোর্ড ভালোই খেলছিলেন। শুরু থেকেই চড়াও হয়ে খেলছিলেন রাদারফোর্ড। কিন্তু ভুলবোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন মিঠুন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রান। এর পরেই অলক কাপালি এক ওভারে রাদারফোর্ড ও সোহাগ গাজীকে ফিরিয়ে দিলে বড় সংগ্রহের স্বপ্ন ভঙ্গ হয় সিলেটের।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট থান্ডার ১৪৩/৬ ২০ ওভার (মিঠুন ৪৭, রাদারফোর্ড ২৫ ; অলক ১৪/২, ইরফান ১/১৮)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »