নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটোতে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে কিউইরা। শুধু ওয়ানডে সিরিজই নয়, তার পাশাপাশি ইংলিশদের কাছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও হারিয়েছে তারা।
গত মে মাসে ইংল্যান্ডের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিল নিউজিল্যান্ড। ৪ মাস পর অস্ট্রেলিয়ার কল্যাণে হারানো আসন আবারো ফিরে পেলো ইংলিশরা।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, এই মুহুর্তে ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১১৭ রেটিং নিয়ে শীর্ষস্থান হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে, তাদের রেটিং গিয়ে দাঁড়াবে ইংলিশদের সমান ১১৯, তবে শীর্ষস্থানে থাকবে ইংল্যান্ডই।
এই দুই দলের জায়গাবদল ব্যতীত র্যাঙ্কিংয়ে আর কোন পরিবর্তন আসেনি।র্যাঙ্কিংয়ের পরের দল গুলো হলো যথাক্রমে পাকিস্তান,অস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ও আফগানিস্তান।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং সমান ৯২ হলেও, ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে শ্রীলঙ্কার আগে অবস্থান করছে বাংলাদেশ।