সিরিজ বাঁচাতে ভোরে মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার (২০ ডিসেম্বর) ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ পরাজয়ের পর সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর এবার নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে ম্যাচটা টাইগারদের জন্য ডু অর ডাই ম্যাচ। প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই টাইগারা বেশ ভালো ভাবে ভুগিয়েছে। বিজয়-লিটন উইকেটে সেট হয়েও ইনিংস বড় করেত পারি। আবার ওপেনিংয়ে ব্যর্থ সৌম্য সরকার। শর্ট নির্বাচনে ভুল করে ব্যর্থ হয়েছেন শান্ত-মুশফিক।

বোলিং বিভাগও ভুগিয়েছে। শেষ দিকের এলোমেলো বোলিংয়ে অতিরিক্ত রান দিয়েছে বোলাররা। তার ওপর একজন বোলার কম নিয়ে খেলেছে বাংলাদেশ যা খেসারতও দিতে হয় পুরো দল। ফিল্ডিংয়েও একাধিক ক্যাচ হাতছাড়া হয়েছে। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন টপ অর্ডারের ব্যাটারদের রান পাওয়া বেশি জরুরী।

নেলসনে এর আগে কিউদের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে হেরেছে বাংলাদেশ। এবার এই পরাজয়ের বৃত্ত ভাঙ্গতে টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »