সিরিজ নির্ধারনী ম্যাচে পরাজয় নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতের মাটিতে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। রবিবার ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরে নতুন ইতিহাস লেখা হলো না টাইগারদের।

নাগপুরে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতে রোহিত,ধাওয়ানকে ফিরিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। শেষ দিকে টাইগার বোলারদের উপর চওড়া হয়ে বাংলাদেশকে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ভারত।

ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংস শুরুতে লিটন, সৌম্য ফিরলে ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে নাঈম,মিথুনের ৯৮ রানের অসাধারণ পার্টনারশিপে ঘুরে দাড়ায় বাংলাদেশ। নাঈম,মিথুন ফিরলে শেষ দিকে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

এমন ম্যাচ হারের আক্ষেপ আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। ম্যাচ হারের পরও ওপেনার নাঈমের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশংসা করতে ভুলেননি রিয়াদ।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। নাঈম-মিঠুন ব্যাটে জয়ের পথেই ছিলাম আমরা। কিন্তু মাঝের ওভারে দ্রুত ৩ উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যাই।”

নাগপুরে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। সিরিজ হারের আক্ষেপ অধিনায়ক রিয়াদের কণ্ঠে।

এই নিয়ে তিনি বলেন, “আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। নাঈম-মিঠুন ব্যাটে জয়ের পথেই ছিলাম আমরা। কিন্তু মাঝের ওভারে দ্রুত ৩ উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »