মমিনুল ইসলাম »
মুম্বাই, রাজকোট পেরিয়ে ব্যাঙ্গালুরুতে ভারত ও অস্ট্রেলিয়া । তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগের দুই ওয়ানডেতে ১-১ সমতায় থাকায় আজ অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।
ভারত দলে নেই কোন পরিবর্তন তবে এক পরিবর্তন নিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া । কেন রিচার্ডসনের জায়গায় একাদশে সুযোগ হয়েছে জস হ্যাজলউডের ।
সিরিজের আগের দুই ওয়ানডের প্রথমটিতে মুম্বাইয়ে ভারতকে ১০ উইকেটে হারায় অজিরা। তবে মুম্বাই থেকে রাজকোটে ফিরেই অজিদের হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনে বিরাট কোহলির দল।
ভারত: বিরাট কোহলি ( অধিনায়ক) , রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মানিশ পান্ডে, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নবদীপ সাইনি, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ ( অধিনায়ক) , ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশানে, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন এগার, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা।