নাফিসুল হক »
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ মাঠে নামছে ভারত। করোনা ভাইরাস আতংকে থাকা ভারত এই সিরিজ নিয়ে ছিল সংশয়ে। আজ ধর্মশালায় স্থানীয় সময় দুপুর দুইটায় মাঠে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকা নিজের মাঠে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করে আছে উড়ন্ত ছন্দে। এইদিকে নিউজিল্যান্ড এর মাঠে টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরে যথেষ্ঠ চাপে আছে ভারত। কিন্তু নিজের মাঠে যেকোনো প্রতিপক্ষকে নিমেষেই মাটিতে নামিয়ে আনা খুব সহজ একটা বিষয় ভারতের জন্য।
ভারত শিবিরে ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এছাড়াও থাকবেন ধাওয়ান রাহুল বুমরাহর মতো তারকা খেলোয়াড়। এদিক থেকে নির্ভর থাকবে অধিনায়ক কোহলি। ৩ ম্যাচের এই সিরিজ জয় দিয়ে শুরু করতে চায় ভারত। রাহুলের দুর্দান্ত ফর্ম্ম এবং বুমরাহর গতি প্রতিপক্ষ শিবিরে ভয় ধরানোর জন্য যথেষ্ট। তাছাড়া কোহলি তো আছেনই সামনে থেকে দলকে এগিয়ে নেওয়ার জন্য।
অন্যদিকে নতুন অধিনায়কত্ব পাওয়া ডি কক অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে দল জিতেছে সিরিজের প্রতিটি ম্যাচে। দলীয় পারফরম্যান্স দলকে রেখেছে চাঙ্গা। এছাড়া পেসার নেগিদি আছেন দারুন ছন্দে। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। সব কিছু মিলিয়ে একটা জমজমাট লড়াই অপেক্ষা করছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
শেষ পর্যন্ত আজ জয় নিয়ে মাঠ ছাড়ে কোন দল সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে এখন !!