সিরিজ জয়ের ম্যাচে রোহিতের নতুন রেকর্ড

সাজিদা জেসমিন »

ওয়ানডে ফরম্যাটে ৭ম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন দ্য হিট ম্যান রোহিত শর্মা। সমর্থকদের কাছে ‘দ্য হিট ম্যান’ নামেই পরিচিত রোহিত। ইন্ডিয়ার আগ্রাসী ওয়ানডে ব্যাটসম্যানদের একজন বলা চলে। আর সাম্প্রতিক সময়ের একজন সেরা ওপেনার। এইতো গত ম্যাচেই স্পর্শ করলেন দ্রুততম ৭০০০ রান স্পর্শের রেকর্ড।

আজকের ম্যাচের আগে ৯০০০রানের মাইলফলক স্পর্শের জন্য, মাত্র ৪ রানের অপূর্ণতা ছিলো রোহিতের। আর আজ ব্যাঙ্গালুরুতে হোম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় ম্যাচে ১১৯ রানের ইনিংস খেলার সময় এ-ই মাইলফলক স্পর্শ করেন রোহিত। ওয়ানডেতে সব মিলিয়ে বিশ্বের ২০তম এবং ভারতীয় হিসেবে সপ্তম ব্যাটসম্যান তিনি।

রোহিতের আগে আছেন শচীন, কোহলি, গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনি এবং আজহার। ব্যাটিং গড় হিসেব করলে কোহলার আগে আছেন কেবলমাত্র ধোনি এবং কোহলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »