সিরিজ জয়ের জন্য ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নাগপুরে আগামীকাল(১০ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ভারত-বাংলাদেশ।ফলে নাগপুরের শেষ ম্যাচটি দাড়িয়েছে অলিখিত ফাইনাল হিসেবে।

এদিকে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাতে মাঠে বসে খেলা দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নাগপুরে অলিখিত ফাইনালে ট্রফি নিয়ে দেশে ফিরতে চান তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি আসার (দেশের ফেরা) সময় বলেছিলাম তৃতীয় ম্যাচে আবার যাব। যাচ্ছিই যখন ট্রফি আনার জন্যই যাব। দেখা যাক, ১৬ কোটি মানুষের দোয়া অবশ্যই কাজে লাগতে পারে।’

এছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) এর নয়া সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে বৈঠকে বসবেন নাজমুল হাসান পাপন। বৈঠকে মূলত আলোচনা হবে, আসন্ন বঙ্গবন্ধু বিপিএল ও আগামী মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতীয় ক্রিকেটারদের নিশ্চিতকরণ ব্যাপারে। মূলত ভারতীয় ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ব্যাতিত কোন বিদেশি ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলেন না। তবে, বিশেষ সংস্করণে বঙ্গবন্ধু বিপিএলে ভারতীয় কিছু ক্রিকেটারদের চান পাপন।

পাপন বলেন, ‘গাঙ্গুলির সাথে কয়েকটা ব্যাপারে, কিছু খেলোয়াড় নিয়ে আলাপ আছে। ওরা তো ভারতীয় খেলোয়াড়দের বাইরে খেলতে দেয় না, তাই বিপিএলে কিছু খেলোয়াড়কে আনা যায় কিনা সে ব্যাপারে আলাপ করব। যদি আনা যায় তাহলে খুব ভালো হবে আমাদের জন্য। বঙ্গবন্ধু বিপিএলে কোন কোন খেলোয়াড়কে আনা যায়- এটাও খুব গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘একটা টুর্নামেন্ট চলার কারণে পাকিস্তানি খেলোয়াড়রা আসতে পারবে না। তাই আমাদের নির্ভর করতে হবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের ওপর। আফগানিস্তান থেকে দুই-একজন স্পিনার নিতে পারি। কিন্তু দলটা সাজানোর জন্য ভারতীয়দেরও দরকার।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »