নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এই সুযোগ তৈরী হয়েছে দুই ম্যাচ সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর মাধ্যমে।
প্রথম ম্যাচ জিতেই সিরিজ পরাজয় ঠেকিয়েছে বাংলাদেশ। আজ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া ২য় টেস্টে বাংলাদেশ জয়লাভ করলে অথবা ম্যাচ ড্র হলেই তৈরী হবে নতুন ইতিহাস।
ইতিহাস গড়ার ম্যাচে সাকিব আল হাসান খেলছেন। গত ম্যাচের একাদশ থেকে নাহিদ রানার পরিবর্তে একাদশে আসতে পারেন তাসকিন আহমেদ। এ ছাড়া আর কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
ইতোমধ্যে পাকিস্তানের ১২ সদস্যের দল ঘোষণা করেছে ২য় টেস্টের জন্য। বাদ পড়েছেন শাহিন আফ্রিদি। পিসিবি বলছে সন্তান জন্মগ্রহণ করায় বিশ্রাম দেয়া হয়েছে শাহিনকে।
বাংলাদেশ সময় সকাল ১১ ঘটিকায় মাঠে গড়াবে ম্যাচ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
নাজমুল শান্ত, সাদমান, জাকির, মোমিনুল, মুশফিক, সাকিব, লিটন, মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল, নাহিদ/তাসকিন।