সিরিজ জয়ের লক্ষ্যে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

৫ ম্যাচ টি২০ সিরিজে টানা দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা বাংলাদেশ আজ সিরিজের ৩য় ম্যাচে বিকেল ৩.০০ ঘটিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আজ জিতলেই ২ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। অপরদিকে সিরিজে ফিরতে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে।

টানা দুই ম্যাচে বাংলাদেশ জয় পেলেও ব্যর্থ ছিলেন লিটন দাস। প্রথম ম্যাচে ১ রান করে ফেরার পর ২য় ম্যাচে ভালো শুরু করলেও ২৫ বলে ২৩ রান করে ফেরেন লিটন। টানা দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ একাদশে লিটনের খেলার সম্ভাবনাই বেশি। তবে আজও ব্যর্থ হলে বাদ যাবেন পরবর্তী দুই ম্যাচের দল থেকে। এর আগে ওয়ানডে দল থেকেও লিটনকে বাদ দেয়া হয়েছিল। বড় কোন পারফর্ম না করে টি২০ দলের হয়ে খেললেও আজ ব্যর্থ হলে বেশ চাপে পড়বেন লিটন।

অবশ্য লিটনকে আজ বিশ্রাম দিয়ে পারভেজ হোসেন ইমনকে সুযোগ দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে পরবর্তী দুই টি২০ ম্যাচের দলেও লিটনের থাকা নিশ্চিত হয়ে যাবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন দাস/পারভেজ ইমন, তানজিদ তামিম, নাজমুল শান্ত তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »