নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোববার (৩১ ডিসেম্বর) স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের লক্ষ্য কিউইদের হারিয়ে ইতিহাস তৈরি করা। বে ওভালে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
বছরে শেষ দিনে বাংলাদেশ দল মাঠে নামবে ইতিহাস গড়তে। নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে প্রথমবাবের মতো সিরিজ জয়ে দ্বিতীয় সুযাগটা নিতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয়ের পর মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ জয়ে প্রথম সুযোগটা হাতছাড়া হয়েছে টাইগারদের। তাইতো তৃতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের দ্বিতীয় সুযোগটা নিতে মুখিয়ে থাকবে বাংলাদেশ
তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে টাইগার ব্যাটার তাওহীদ হৃদয় জানিয়েছেনে চিন্তা ভাবনায় কোনো রকমর পরিবর্তন নেই তাদের। হৃদয় বলেন, ‘চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে সেটা ওখানে দেখানোর। আশা করি, আমরা যে একটা ফ্লো তে আছি ইনশাআল্লাহ এটা চালিয়ে যাব।’
হৃদয় জানিয়েছেন ম্যাচ জিতেত হলে একদিনে সবাইকে ভালো খেলতে হবে এমন কোনো কথা নেই। দুই তিনজন ব্যাটসম্যান যদি ভালো করতে পারলে লক্ষ্যটা পূরণ হবে । তিনি বলেন ‘এখন যেটা মনে হয় আমার কাছে টি-টোয়েন্টি আলাদা একটা ফরম্যাট। আরো ভালো কিছু করার আছে, আমি মনে করি আমাদের দলের যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ফলোতে আছে। ইনশাআল্লাহ এখান থেকে যদি দুই একজন খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।’
ভালো খেললে দলের ড্রেসিংরুমের পরিবেশ বেশ ভালো থাকে। হৃদয় জানিয়েছেন আত্মবিশাস রয়েছে সবার মাঝেই। হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ সো ফার, দল যখন রেজাল্ট করে তখন টিমের সবকিছুই ভালো থাকে এটাই স্বাভাবিক। আর আমাদের সবথেকে ভালো একটা জিনিস আমাদের সবাই সবাইকে ব্যাক করছে। কোচ থেকে শুরু করে এখানে যারা আছে তারা আমাদের উপর সেই বিশ্বাসটা রেখেছে যে আমরা পারব। শেষ কিছু দিন এই ফরম্যাটে আমরা ভালো করছি। আশা করি আমরা এটা চালিয়ে যাব ইনশাআল্লাহ।’
নিউজক্রিকেট২৪/আরএ