সিরিজে ফেরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি২০ ক্রিকেটে আজ মুখোমুখি দু’দল৷ এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে গতকাল (২৪’শে জানুয়ারী) প্রথম টি২০ ম্যাচ হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যাবধানে পিছিয়ে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি হবে বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। অপর দিকে টি২০ র‍্যাংকিং এ শীর্ষে থাকা পাকিস্তান চাইবে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উদযাপন করতে৷ তাই বেশ দারুণ লড়াইয়ের অপেক্ষায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

বাংলাদেশ দল আজকের একাদশে এনেছে একটি পরিবর্তন৷ দলে এসেছেন মেহেদী হাসান। বাদ পরেছেন মোহাম্মদ মিথুন। অপরদিকে একই একাদশ নিয়ে মাঠে নেমছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশঃ– তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসাইন।

পাকিস্তান একাদশঃ আহসান আলী, বাবার আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফকিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রেজওয়ান, সাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »