নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার চার ম্যাচ টি২০ সিরিজের ৩য় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।
এর আগে সিরিজের ১ম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ২য় ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারায় ইংল্যান্ড। ইংল্যান্ডের গড়া ১৮৩ রানের জবাবে লড়াই করে ও শেষ পর্যন্ত ১৬০ রানে থামে পাকিস্তানের ইনিংস।
আগামী ২ জুন মাঠে গড়াবে টি২০ বিশ্বকাপ। এর আগে আজ ৩য় ম্যাচ এবং ৩০ মে মাঠে গড়াবে ৪র্থ ও শেষ ম্যাচ।
২ জুন বিশ্বকাপ শুরু হলেও আগামী ৪ জুন ব্রিজটাউনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ৬ জুন আমেরিকার ডালাসে আমেরিকার মুখোমুখি হবে পাকিস্তান।