সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে ভারত বনাম জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচ টি২০ সিরিজে ১-১ সমতা রেখে আজ থেকে মাঠে গড়াচ্ছে সিরিজের তৃতীয় ম্যাচ। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫.০০ ঘটিকায় শুরু হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের গড়া ১১৫ রানও নিতে পারেনি ভারত। ১০২ রানে অলআউট হয়ে হেরেছিল ১২ রানে। তবে ২য় ম্যাচে অভিষেক শর্মার ৪৭ বলে ১০০ ও ঋতুরাজের ৪৭ বলে ৭৭ রানের সুবাদে ২৩৪ রানের পাহাড় গড়ে ১০০ রানে জয়লাভ করেছিল ভারত।

ভারত টি২০ বিশ্বকাপ জেতার পর শুভমান গিলের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠন করে জিম্বাবুয়ে সিরিজ খেলতে গেছে। বিশ্বকাপজয়ী দলের জাসওয়াল ও শিভম ডুবে আছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। এ ছাড়া আইপিএলে ভালো খেলা ও জাতীয় দলে অনিয়মিত খেলা ক্রিকেটারই খেলছেন এই সিরিজে।

সিরিজে ১-১ সমতা থাকায় আজ দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার লড়াই। জিম্বাবুয়ে স্বাগতিক দেশ হলেও কাগজে কলমে তারুণ্যনির্ভর ভারতই শক্তিশালী দল। তবে সিরিজের ১ম ম্যাচে জয় পাওয়ায় আত্ম বিশ্বাসী জিম্বাবুয়েকে হারাতে হলে সেরা ক্রিকেটই খেলতে হবে সফরকারীদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »