‘সিমন্স ঝড়ে সিরিজ ভাগাভাগি বালবার্নি-পোলার্ডদের’!

কে এম আবু হুরায়রা »

আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ৩ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যাবধানে জিতে ১-১ সমতায় সিরিজ ড্র করেছে টি-২০ জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে গত কাল (১৯’শে জানুয়ারী) দ্বিতীয় টি-২০ তে বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় ১-১ এ সমতায় থেকেই সিরিজ শেষ করেছে দু’দল।

সিরিজের শেষ টি-২০ ম্যাচে শুরুতে টসে হেরে বোলিং এর সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাটিংয়ে নেমে দলকে যথারীতি দারুণ শুরু এনে দেন আইরিশ ওপেনার পল স্টার্লিং এবং কেভিন ‘ও ব্রায়ান। স্টার্লিং কিছুটা ধীরে খেললেও ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩ ওভার ২ বলেই দলীয় ৫০ রান পূর্ণ করে আইরিশরা৷

তবে ৩ ওভার ৪ বলে কেইরন পোলার্ডের বলে হেটমায়ারের হাতে তালুবন্দি হয়ে ফেরেন কেভিন ‘ও ব্রায়ান। পঞ্চম ওভারের শেষ বলে পল স্টার্লিংকে ফেরান অভিজ্ঞ খেলোয়াড় ডিজে ব্রাভো৷

এর পর অধিনায়ক আন্দ্রে বালবার্নে কিছুটা একপাশ আগলে রেখে খেলার চেষ্টা করলেও সঙ্গ দিতে পারেননি কেউ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় আইরিশরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে লেন্ডল সিমন্স এবং এভিন লুইস মিলে ১৩৩ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু করে ক্যারিবিয়ানরা। ৪৬ রান করে এভিন লুইস আউট হলেও মাত্র ৪০ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন লেন্ডল সিমন্স। ইনিংস ছিল ৫টি চারের সাথে ১০টি ছক্কার মার।

মাত্র ১১ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় ক্যারিবিয়ানরা৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »